বইমেলায় আজ বেশ বসন্ত। একটা স্লিম বই হাতের কাছে পেয়ে উল্টাতে থাকি পৃষ্ঠাভর্তি মেদশূন্যতা। কে যেন বলে গেলো- মেঘশূন্য হাওয়া উথলে ওঠে লিলিথ শব্দে। সঠিক আকাশের নিচে ফাগুনের নদীরা হয় দেবী। স্লিম এবং ট্রান্সপারেন্ট।
আমি ট্রান্সপারেন্ট শব্দের অর্থ খুঁজি অসংখ্য স্লিম অভিধানে। দেখি, ফাগুনের নদী ভরা সব ঢেউ ভাদরের রাধা। কাদা না মেখে কেউ একজন দেবদারু ছায়ায় অদূরে স্থির। আমি লালন ছন্দে পাঠ করি তার গৌতম কবিতাধ্বনি।