পকেটে গল্প, বুকে কবিতা।
মাথার ভিতরে চতুরঙ্গ খেলছে সাড়ে-সাত কোটি মানচিত্র। মানচিত্র-মেলায় বিলবোর্ড-বিন্যাসের উপন্যাস। রোহিঙ্গা শব্দে ধূলি উড়িয়ে ধেয়ে আসছে হিমঋতু। দেয়ালে দেয়ালে সেঁটে যাচ্ছে আরো হাইকু। পাথুরে ঋতুতে ঝুলছে বরুফে-বুদ্ধু-হিমালয়; বিস্মৃত নদীমাতৃকার পলিগান।
তাবৎ পকেটে এখন পৃৃথিবী! ... গল্পনায়, জল্পনায়।
এই দেখো, তোমার চোখের ভিতরে উড়ছি রক্তাক্ত ডানার পালক ...