চোখে
তুমি আর
তাকিয়ো না;
মাটি পুড়ে যায়।




নীল
আকাশ
এ বুকে
গড়েছে ঘর;
ঢেলোনা আর জ্বর!





দেখো
হাসছে চাঁদ!
নরম জ্যোৎস্নায়
এ বুক ভেসে যায়।




মন
ছুঁয়ে
দূরে রও;
অথচ হাত
বাড়ালেই হাতে।




হাত
ধরে
থাকতে নেই
দূরে, বুকে
জন্ম নেই অসুখ।