কত কথা মাটি ও মেঘে
কত কথা উদয় অস্তরাগে,
কত কথা অভ্রে-অন্তরীক্ষে
কত কথা শিকড়ে ও বৃক্ষে।
কত কথা ভাসে বাতাসে ও মনে
কত কথা বুদবুদ জাগে ক্ষণে ক্ষণে,
কত কথা গানে প্রাণে অনুরণে
কত কথা হাসে সুখ-সন্তর্পণে।
কত কথা কথামাত্র নয় শুধু
কথার কবিতা ছড়ায় মনে মধু,
কত কথা সামনে আসে না কভু
বুকের ভেতরে সাম্রাজ্য গড়ে তবু।
কত কথার ভিড়ে কিছু কথা
মাথায় মাথায় জাগায় মাথা,
নদীর বুকে শত সুখ-ব্যথা
নিত্য রচে যায় জীবনগাঁথা।
কিছু কথা অব্যক্ত, কিছু অধরা
কিছু কথা অনন্ত কালের অন্তরা;
কিছু কথা কবিতায় সবিতায় অম্লান
কিছু কথা সুরে সুরে মনবিহারী গান।
কিছু কথা আমি, কিছু কথা তুমি
কিছু কথা তুমি, কিছু কথা আমি।