শেকড়ের স্বপ্ন ছিল সহজ
হৃদয়ের মতো তাই
মাটির গানে শুনতে পাই
অমৃতের অন্তরা;
নীলিমার নীল রোদ্দুর হয়ে ঝরে -
ঝরে পড়ে ঘরে - মৃত্তিকার অভ্যন্তরে,
অলোক ছন্দে ছড়ায় সুর
দেয় মূর্ছনায় সাড়া;
আর বিপন্ন সময় যত শ্বাস নিয়ে বেঁচে ওঠে পুনরায়।
শেকড়েই বাড়ে সবুজের সবুজ অরণ্যসীমা।
দ্বিধাহীন আমি হেঁটে চলি, পিতা!
এ পথে তোমার স্বপ্ন আছে আঁকা।