এত সুন্দর ধরা,
গড়িয়াছেন বিধি :~
নশ্বর এই আঙিনায় |
দেবজ্যোতি এ আঁখি জোড়া,
হরিছে রুপ, অঙ্গ মাতি;
রহিবে কি তব কায় :-
নশ্বর আমি,
নশ্বর তুমি,
নশ্বর জগত ধারা,
তোমার এ সুখ,
তাও নশ্বর,
ভাবিয়া দেখিছে কেবা |
শৈশব থেকে কৈশর কেটেছে,
ফুরাইছে যৌবন ধারা,
বার্ধক্য আসিয়া চাপিয়া বসিছে,
ভাবিয়া দেখরে মনা:~
এই জগতে প্রকৃত সুখী কারা |
নশ্বর এ ধারায়,
অবিনশ্বর,
সে তো কেবলি প্রেম,
যেন,
সাপের মাথার মনি,,
হয় লভিয়াছে তাহা,
না হয় মরিছে,
অশি দংশনে,
ইতিহাস থেকে নিয়ো জানি |
বিষাধর এই সুখের খেলায়,
কত জীবন চড়িছে অন্ঞ্জলি,
মহাকাল তবু ডাকিছে তাদের,
তুলেছে জয়ধ্বনী ||