কোনো এক ধূলো মাখা পৃথিবী আমার
পড়ে রই রাস্তার ওপাড়ে
কোন এক স্বপ্ন ভাঙার দিন আমার
খুঁজে ফিরি স্বপ্নেরি মানে
জীবন তো ছিল বেশ
ভবঘুরে
পথ ভোলা পথেরি মাঝে
তবে কেন পৃথিবী আজ আমার
এমন এলোমেলো
জীবন হলো ছন্নছাড়া
তৃষীতো দুপুর আজ আমি
দুঃখ দেয় তারে অষ্টপ্রহরা
একাকী তো ছিলাম বেশ
পথ ভোলা পথেরি মাঝে
তবে কেন এসে দিলে দেখা
যা ছিল যাবারই মানে
জানি দোষ যা ছিল না তোমার
ছিলো ভাগ্যের পরিহাস
আজ তাই জীবনে
সবই দুঃখের ইতিহাস
সুখের দিন গেছে হারিয়ে
তাই দুঃখ বারো মাস
সুখের পৃথিবী আজ তোমার
আমি সে
কেবলি জীবনের দীর্ঘশ্বাস
জীবন থেকে হারিয়ে গেছে
যা ছিল আশা
জীবনে আছে কষ্ট
এই তো বিশাল পাওয়া
আজ আমি সবি বুঝে গেছি
তাই চাই আজ ভূলিতে
এই ক্ষণিকের ভালবাসা