চারিদিকে লুটপুটি
চোখ কান বন্ধ
প্রতিভারা মুখ লুকায়
ভ্যাড়া বোনে ছন্দ
মনিষীরা মাঠে যায়
ইঁদুরেরা রাজা যে
করো যদি প্রতিবাদ
পাবে তবে সাঁজা-রে
কুট-কুট, ঘুট-ঘুট
দিন-রাত শব্দ
সাজা যদি না চাও
লিখ সু-কাব্য
খাল কাটে বিল কাটে
কাটে মেধা, ভাগ্য
মেধাবীরা ফাকে যাও
আছে কোঠার শ্রাদ্ধ
এটা ওটার দাম বাড়ে
দাম কমে মানুষের
রৌদ্রেতে পোড়ে কৃষক
ইঁদুরেরাই মহা সুখে
সেজে আছে মহা শের
বেড়েছে যে রেশা রেশি
কমেছে প্রীতি প্রেম
একে ওকে মেরে ধরে
চলছে সে মহা গেম
লালসা আজ জেগে আছে
মানবতা শান্ত
তাই আজ
চুপচাপ লিখে চলি
ইঁদুর মহাকাব্য