নিস্তব্দ্ধ কোলাহলে
আজ আমার পৃথিবী
বিদীর্ন মনটা বারে বারে বলে
আমি ভাল নাই
আমি হেসে উঠি
নিস্তব্দ্ধ কোলাহলে হাসি
বড় জানতে ইচ্ছে করে
কেমন আছো
মনে পড়ে কিনা আগেরি মত
নাকি সিংহ দুয়ারে আজ
অন্য কারো উপস্থিতি

বলতে গিয়েও পারি না
আমি যে আজ নিস্তব্দ্ধ গ্রহের বাসিন্দা

বারবার ভাবি
খোজ টুকু নেব
ভাল আছ তো...??
তাতে বিরক্ত হবে কি...??
জানি,
তোমার খোজ রাখতে
উৎসুক জনতার ভীড়
পড়ে রবো এক কোনে

এই কোলাহল আমার জন্য নয়

আমার পৃথিবী
নিস্তব্দ্ধ কোলাহলে ভরা
রঙিন পৃথিবী এখন তোমার নামে