সকালে ঘুম থেকে জেগে উঠে ভাবি
তোমায় ভালবাসি
যখনি ওটা নিয়ে দাড়াই তোমার সামনে
দাও তিক্ততার এক রাশি উপহার
ফিরে আসি আমি
তপ্ত দুপুরে ক্লান্ত শ্রান্ত
অলস বেলায়
বাড়ির কোনে ঐ
তাল তলারি ছায়
বসে ভাবি আনমনে
মন বলে
তবু ভালবেসেই যাবো
যখন এটা নিয়ে দাড়াই তোমার কাছে
দাও তাচ্ছিল্যের হাসি
আমি ফিরে আসি
বিকেলের ঐ শান্ত গাঙ্গে
বসে বকেদের মেলা
সূর্য আকাশ রাঙায়
তারই আপন সাঁচে
তখন মনে আসে একাকিত্ব
হৃদয় মাত বিদায়ের খেলায়
তখন ভাবি ভুলে যাবো
যখন এটা নিয়ে দাড়াই তোমার সামনে
দাও ভূবন ভোলানো হাসি
দিক তাল দিশা হারাই এক নিমেষেই
আমি ফিরে আসি
দিক বারবার বিভ্রান্ত হয়ে
রাতের নিকষ কালোতে
ভেবে যাই তোরে
ভাবি
আবার তো হবেই জীবনের শুরু
তাই আবার চলে আসি
তবুও মন বলে
ভালবাসি
তাই আবার এক বুক আশাতে
স্বপ্ন দেখি
আবার
নতুন ভোরের অপেক্ষা