জানি না
কোন সে ভুলে গেছ চলে
মায়াবীনি স্মৃতি গুলো
পেছনে ফেলে
জানি
ফিরবে না
ভালবাসবে না
নেই যে কোন পিছু টান
অশান্ত সময়
আগলে রেখে
দুঃখকে করেছি লালন
আজো তো আমি
স্পপ্ন বুনে যাই
রঙিন ভেলায়
সুখকে ভাসাই
স্বপনের পৃথিবী
সবি তো আছে
শুধু কখন যে তুমি হারালে
আলোরি মাঝে
জানি আর ফিরবে না
ভালবাসবে না
নেই যে কোন পিছু টান
অশান্ত সময়
আগলে রেখে
দুঃখকে করেছি ধারন
আজ তুমি
উড়াও ঘুড়ি
অন্য স্বপনের মেঘে ভেসে
কোন সে মন
রাঙাও তুমি
স্বপনের পরশ মেখে
কোন সে মন
হাসায় তোমায়
দুঃখকে আড়াল করে
জানি তবু
ফিরবে না
ভালবাসবে না
নেই যে কোন পিছু টান
স্বপনের ঘুড়ি উড়াও তুমি
আমি খরস্রোতা নদী
ঠিক বহমান
এখন জীবনের কাছে আমার একটাই প্রশ্ন।আমি কি হেরেছি...??
নাকি সে হেরেছে..??
নাকি সময়ের বহতায় জীবনের পরাজয়টাই হেরেছে...??
তবে হ্যাঁ...
আমি হারি নি...
আমি জিতেছি
ভালবেসে জিতেছি...
বিশ্বাস করে জিতেছি..
আর তোমাকেও আমি হারতে দেখতে পারবো না।
তাই এখানে জীবনটাই হেরেছে
----------------------রাজকন্যা