ও আমার দরদী
একবার মুখের কথা বলে শান্তনা দিলে না
একবার চোখের দেখা দিয়া শান্তনা দিলে না
কি অপরাধ করেছি
সে কথা কেন বললে না
ও আমার দরদী
সে কথা কেন বললে না
এই মনেতে তোর চলা ফেরা
এই মনেতেই বাড়ি
আমায় তুমি দেখলে কেন
মুখটি কর কালি
কখনো আবার বোবা সাজ
কখনো পাথর গড়া
তোর মনেতে নাই কিরে বন্ধু
ভালবাসার মায়া
ও আমার দরদী
একবার মুখের কথা বলে শান্তনা দিলে না
একবার চোখের দেখা দিয়া শান্তনা দিলে না
কি অপরাধ করেছি
সে কথা কেন বললে না
আমি যখন চলে যাব
তোরি মাঝে ছেড়ে
আমার দেয়া চিঠি গুলো
তোমার মাঝে রবে রে
তোমার মাঝে রবে
চিনলা না চিনলা না রে পাষান
বুঝলা না আমারে
চোখের জলে নদী হইল
দেখলি না দু'নয়নে
ও আমার দরদী
একবার মুখের কথা বলে শান্তনা দিলে না
একবার চোখের দেখা দিয়া শান্তনা দিলে না
কি অপরাধ করেছি
সে কথা কেন বললে না