প্রিয়,
হঠাৎ তোমায় ভীষণ মনে পড়ছে
আমি নি:সঙ্গ একা দাড়িয়ে থাকতে চেয়ে,
কত দূরে সরে গেছি!
মেপে পথ হাঠা হয় নাই কভু
নক্ষের ব্যবধান হাটা সম্ভব নয় জানি
প্রিয়,তবু এতটা পথ কম কিসে?
দুর্গত আমি দূরে বহু দূরে
সবার স্পর্শের বাহিরে নি:স্পৃহ যেন!
নাক-মুখে ধোয়া ছোড়ার অভ্যাস নেই
তবু আমি বড় অসাড়
অনুভূতি আর তেমন নাড়া দেয় না
তোমার থেকে দূরে
দূর নক্ষত্রের পানে তাকিয়ে
একটা দীর্ঘ নি:শ্বাস বড় দীর্ঘ মনে হয়
অথচ আমি ভীষণ ক্ষুদ্র,
বড় ভাবালুশ।