প্রিয়,
তুমি চোখ তুলে দেখনি বলে
এসেছিল পথিক পথের শেষে
তোমারই অপেক্ষায়
পথ হয়ে এসেছিল শেষ
যাওয়ার ছিল না কোথাও
পথিকও ক্লান্ত ছিল না
শুধু ভগ্ন-হৃদয় ছিল
কিছু গোপন ব্যথা ছিল
ছিলে না শুধু তুমি
আর তোমার চির চেনা হাসি

তুমি চোখ তুলে দেখনি বলে
পথিক অনেক পথ ঘুরে
পৌছে গিয়েছিল অন্যনগরীতে
সেখানে না ছিল, পথ না ছিল পাথর
নিথর পথিক অপেক্ষার আগুন পিয়েছিল
পরখ করে দেখা হয় নি তার অপ্সরাদের
ইচ্ছে ছিল না তা নয়
তোমার তিরস্কার আর চোখতুলে না তাকানোর
অবজ্ঞায় সজ্ঞা ছিল না।