প্রিয় দেখ না কি?
আমার পা দুটো শিকল দিয়ে বাধা,
তুমি হয়তো প্রত্যাশা করো,
আমি তোমার জন্য আসমুদ্র হিমাচল পাড়ি দিয়ে
পৌছে যাব দূর সাইবেরিয়া,
তোমার জন্য একগুচ্ছ গোলাপ নিয়ে
দাড়িয়ে থাকবো ব্যস্ত কোন রাস্তায়,
তুমি রেগে গেলে সপ্তর্ষি তারা এনে দেব তোমার পায়ে।

কিন্তু তুমি খেয়াল করেছ কি?
আমার পা দুটো মাটির উপর যতটুকু
মাটির নিচে তার চেয়ে শতগুণ
দায়িত্ব আমাকে এতটুকু অবসর দেয় না যে
সব কিছু নিয়ে আত্ম সমালোচনা করে
নিজেকে শুধরে নেব।
তুমি হয়তো ভাবো,
শান্ত একটা দিঘির মতো আমি
কোন কিছুতেই যেন বিচলিত হই না
কিন্তু, তুমি জানো কি?
শুকনো পাতার মতো মুর্মুরিয়ে
আমি কত বার যে ভেঙে পড়ি!
আমার নিস্তব্ধতা তোমার কাছে বাহানা মনে হয়
জানোতো, আমি সবার কাছে মন খুলে কথা বলতে পারি না,
হয়তো তোমার কাছেও!

প্রিয়, তুমি কি দেখতে পাও
আমার ভেতরটা কতটা অসহায়
কারা যেন প্রচন্ড আক্রশে কণ্ঠটা চেপে ধরে আছে
শুধু কোন মতে নি:শ্বাসটাই নিতে পারছি
মুখ ফুটে কিছু বলার সাধ্য, আমার আদৌ রেখেছে কি!

তুমি হয়তো বোঝ, না হয় বোঝ না
তুমি হয়তো দেখতে পাও, না হয় পাও না
আমার পা দুটো শিকল দিয়ে বাধা
বিষে সর্বশরীর সেই কবে থেকে নীল
ডানা দুটোও ভেঙে দিয়েছে কারা যেন
তবু তাই নিয়ে অনেকের বিরুদ্ধে আমি,
একা প্রানান্তর আস্ফলন করে যাই
শুধু এই আশায়, তুমি এক দিন দেখতে পারবে
আমার পা দুটো শিকল দিয়ে আটকে রাখলেও
আত্মটাকে কাবু করতে পারে নি।