কোন এক সকালে, আমার কথাগুলো
সোনালি রোদ ছুয়ে, আবার ছুয়ে যাবে আকাশকে
তারপর মেঘের মতো ভেসে বেড়াবে দিগন্তে
পাখিদের দেশ ছেড়ে হারাবে ফুলের দেশে
আমি তাদের বলে দেব যেন তোমার কাছে না যায়!

না, কোন অভিমানে নয়, রাগে ক্ষোভে কিংবা উষ্মায়
তাদের তোমার কাছে যেতে বারন করছি না।
জানতো প্রকৃতির ভাষা পাখিরা বুঝতে পারে
নিস্তব্ধতায় জেনে যায় ঝড়ের আভাস
অথচ আমার কথাগুলো কতবার তোমার কর্ণ ভেদ করেও
ফিরে এসেছে, জানি না, না কি তুমিই ফিরিয়ে দিয়েছ
থাক সেসব পুরনো আলাপ, বিশ্বাস করো আমার কোন দুঃখ নেই
না আছে মনের রাখার মতো কোন আক্ষেপ!

তাই আমার কথাগুলোকে বলে দেব তোমার কাছে না পৌছায়
তারা যদি পথ ভুলে, না হয় ভুল করে
তোমার দেয়ালে আছড়ে পড়ে জেনে রেখো তখন
পৃথিবী সব নিভে, আবার জ্বলে উঠবার তরে
নক্ষত্রের তলে লক্ষ্যহীন ব্যথিত হৃদয়ে তাকিয়ে নেই যে।