সভ্য হওয়ার ইচ্ছে থেকে_
উল্ট পথে পথ হেটেছি
সভ্যতার এই অন্ধকারে
সভ্য লোকের খোঁজ করেছি।
ব্যর্থ হয়ে, আঘাত সয়ে
পাহাড় জুড়ে খোঁজ রেখেছি,
বালির চড়ে,সাগর পাড়ে
হন্যে হয়ে ছুট দিয়েছি।

অন্ধকারেও নিজের মতো
একলা একা পথ খুজেছি,
ক্লান্ত দেহে রাতের শেষে,
ঘাসের উপর চোখ বুজেছি।

বৃষ্টি ভিজে কাকের ডাকে
নিজেই নিজের ঘুম ভেঙেছি,
সভ্য হওয়ার ইচ্ছে থেকেই_
সভ্যতাকে ত্যাগ করেছি।