জানি একদিন সব বদলে যাবে
বাদলের বাদলা দিনে যেমন ধুয়ে মুছে যায় সব,
যেন সব কিছু শুধুই সময়ের অপেক্ষা!

তোমার আজন্ম আক্ষেপ, দেখো সেও একদিন ঘুচে যাবে
ঘুচে যাবে সীমানা বাধার দেয়াল
তোমার পথ আগলে নিশ্চয় কেউ দাড়াবে না!
নাকি তুমি ভাবছো
কেউ পাহাড়ের মতো ঠায় দাড়িয়ে রবে
সময়ের শেষ অবধি

এক দিন আমিও তোমার মতো ভাবতে ভালোবাসতাম
হয়তো এখনো বাসি, কল্পনার তুলির আচরে
এখন মনে হয় সব কিছু শেষ হয়ে যাবে
হয়তো যাচ্ছে, না হয় শুধুই সময়ের অপেক্ষা!

এখন মোটামুটি সারাটা সময় চুপ থাকি
বা থাকার ভান করি
চারপাশে চেয়ে দেখি, তারপর নি:শব্দে হেটে চলে যাই
এ সমাজ নগর বড়ই সংকীর্ন লাগে
উচু উচু দেয়াল গুলো কাধের উপর চড়ে বসে
আস্ত আকাশ সমেত ভেঙে পড়ে আমার উপর
মনে হয় জীবনটা এই বুঝি চলে যাবে
হয়তো যাচ্ছে, না হয় শুধুই সময়ের অপেক্ষা!