এক দিন স্রোতের বিপরীতে গিয়ে, আমরা না হয় ভিন্ন হই
আমরা না হয় নীরবতা ভেঙে আবার কথা বলি,
পৃথিবীর আইন কানুনে সবাই তো বাধা
আমরা না হয় সব অস্বীকার করে
জাগতিক নিত্য দিনের কোলাহল ছেড়ে মুক্ত হই।

এক দিন খুব ভোরে ঘুম ভেঙে, আমরা না হয় ভিন্ন হই
আমাদের দেরিতে উঠাতে, সব কাজ থেমে থাকে না নিশ্চয়
কিন্তু আমাদের আড়ষ্টতা ভাঙতে বড্ড দেরি হয়ে যায়
তত দিনে পৃথিবীর বুকে, কত নিরীহ শিশু ঘর হারা হয়!
যুবক হারায় বাচার আশা, কত তাজা প্রাণ ঝরে যায় অযথা!
আমাদের হয়তো খুব কিছু করার সাধ্য নেই
নেই কিছু দেবার
মুখ বুজে সব না সয়ে, চলো আমরা না হয় ভিন্ন হই
চলো আমরা না হয় সব পশুদের ঘৃণা করি,
আমরা না হয় আবার ভালোবাসি।