সবাই তো ভুলে যায়
ভুলে যাওয়াই তো মানুষের স্বভাব!
কারো স্মৃতিচারণ করে একটা জীবন?
তুমিই কি না বলেছিলে,
নির্দ্বিধায় একটা জীবন কাটিয়ে দেয়া যায়,
অথচ তুমিই কি না বিস্মরণে আমায়!
আপন মনেই বলি, তুমিও কি ভুলে যাবে?
না কি তুমিও গিয়েছ ভুলে অনেক আগে
তারপর অনেক গিয়াছে রাত নক্ষত্রের প্রহর
কত ভ্রমর আপন করিয়া তোমার গিয়েছে চলে!
ফুলের পর ফুল এসেছে, না বলে বসন্তে?
এখন হয়তো তোমার স্মৃতির শহরে আর ঝড় উঠে না
শেওলা আস্তরনে ঢাকা আমাকেও তাই দেখতে পাওনা
হয়তো,সমুদ্র ঝড়ে আমাদের তরী হারায়েছে পথ
ছিন্ন ভিন্ন পালে দিশেহারা আজও খুঁজিতেছে ডাঙা
হয়তো আবার আসবে ফিরে, না হয় আসবে না
পৃথিবীর গ্রন্থ সকলে কিছুই লেখা রবে না সে সব
রবে কি?
তাই আপন মনেই বলি, না হয় ভুলেই গেলে!