একা একা বসে আছি তারার পানে
তোমরা যারা চলে গেলে দূর নক্ষত্রের পাড়ে
তোমাদের স্মৃতি আর আহতদের আর্তনাদ বুকে নিয়ে
আমি একটা মহাকাল দেখি নি,
কোন মহাকাব্যও পড়া হয়ে ওঠেনি কখনো
কখনো হাসি মুখে মৃত্যুবরণও যে করা যায়,
মানতে না চাওয়া আমি
শিউরে উঠি কি ভীষন বিষ্ময়ে!
ভালো থেকো বন্ধু মৃত্যুর ওপারে
আমরা যারা ভীতু পিছনে পড়ে রইলাম
তাদের ক্ষমা করো।