প্রিয় ভাই ও সহপাঠিরা, তোমরা যারা চলে গেলে
দেখিয়ে দিলে বুকের মাঝে কিভাবে একটা সূর্য ধারণ করা যায়,
যে বাতাসে তোমাদের রক্তের সাথে, বারুদের গন্ধ মিশে আছে
সে বাতাসে, আমরা যারা বেচে আছি, কেউ ভালো নেই।
মিথ্যাচারীদের দিন রাত অকল্পনীয় প্রহসনে
যখন শুনতে হয় তোমাদের প্রাণের থেকে, এক একটা পিলারের দাম বেশি,
তখন ঘৃণা হয় প্রচন্ড ঘৃণা হয়, মনে মনে আমরা থুতু দেই
ওই সব নরপিচাশের মুখে,
তোমাদের স্মৃতি বুকে ধারণ করে, আজীবন একটা দুটুকরো মন,
বয়ে বেড়ানো কি যে শক্ত, বাতাসটা কি যে ভারী হয়ে ওঠে
ঝড়ো হাওয়ায় মনটা কত যে এলোমেলো হয়
তীব্র সুনামিতে ভেঙে যায় বুকের হাড়গুলো
বিশ্বাস করো বন্ধুরা, আমরা যারা বেচে আছি কেউ ভালো নেই
ভেবো না, আমরা তোমাদের ভুলে গেছি বা ভুলে যাব
আমরা অনাগত শিশুটিকেও বলে যাব,
কাদের হাতে মুখে তোমাদের রক্ত লেগে আছে
কারা একটা শান্ত শহরের বুকে আগুন জালিয়ে
মায়েদের বুক ছিড়ে নিয়ে গেছে তোমাদের
আর এটাও বলে যাব কারা তামাশা দেখেছে নীরবে
কারা লাঠি গুলিতে একটা দেশকে দমাতে চেয়েছে।
আজ কিচ্ছু ভালো নেই, কেউ ভালো নেই
তোমাদের হারিয়ে, আমরা যারা বেচে আছি কেউ ভালো নেই।