অনেক বার ফিরে আসার কথা বলেও
আমরা ফিরে আসি না!
শান্ত নদীর মতো বয়ে চলি আপন পথে
অথবা দুটো পাশাপাশি দাড়ানো পাহাড়ের মতো স্থির_
হাত বাড়ালেই ছুয়ে দেখা যায়, তবু ছুয়ে দেখি না।
ভিতরে ভিতরে আমরা ভেঙে পড়ে যাই
আমাদের শক্তি ক্ষয়ে ক্ষয়ে আসে অবশেষে
চেয়ে চেয়ে দেখি আমরা, কে কতটা দূরে সরে গেছি
অথচ আমরা যেন অবুঝ, কিছুই দেখি না।
আকাশের তারারা যেমন অমবস্যায়ও জেগে থাকে
তেমনি করে আমরাও জেগে আছি
কিন্তু ভাবছি কেউ নেই, এখানে কেউ নেই!
বার বার সময় দেখছি, এবার ফেরার সময় হলো
কোন বাহানায় অনেক বার ফিরে আসি আসি বলেও,
আমরা ফিরে আসি না!