না হয় আমরা এখানে আটকা পড়ে আছি
আমাদের যাওয়ায় কোন জায়গা নেই
সারা পৃথিবীর সব দরজা খোলাই আছে
কিন্তু আমাদের প্রবেশের অনুমতি নেই
আবেগ অনুভূতি দিয়ে আমরা বিচার করছি না
সব চুপ সব স্থির
বিচারের নামে চলছে প্রহসন,
আমরা আগে থেকেই জানি এই বিচারে
হয় তোমার ফাসি, না হয় আমার যাবজ্জীবন
তোমার আপন মনে তুমি নিজেও প্রস্তুত
এসবের জন্যে,তারপর একদিন জানতে পারলে
তোমার সাজা অদৃশ্য কোন যাদু বলে
শুধু এক মুর্হতের জন্য মাফ হয়ে গেছে
তুমি এখন মুক্ত স্বাধীন
তুমি আবার প্রখর রোদে হাটতে পারবে
আবার বৃষ্টিতে ভিজে পারবে
সমুদ্র স্নানে আবার জীবনকে ফিরে পাবে।
না হয় আমরা পৌছে গেছি সময়ের শেষে
অনেক তর্কের পর পৌছে গেছি ঐক্য মতে
জোট বেধেছি আবার
আসন্ন নির্বানের জোর প্রচারণায় ব্যস্ত সবাই
আমরা প্রত্যেকই বলছি আমরা সেরা
নির্বাচনে জিতে তুমি নিশ্চত প্রধানমন্ত্রী না হও
মন্ত্রী তো হবেই
তোমাকে প্রোটকল দিতে কি গ্রীষ্ম কি বর্ষা
হাজার হাজার মানুষ দাড়িয়ে রবে
তুমি কলমের খোচায় নির্ধারণ করে দেবে
পুরো একটা জাতির ভবিষ্যৎ।
আমরা জানি সব কিছু আমাদের কল্পনার মতো হবে না
হয়তো রাতারাতি বদলে দাও বদলে যাও স্লোগানেও
কাজ হবে না
তবে আমরা এক দিন পারব
আমাদের পারতে হবে
আমাদের রক্তে যদি আগুন লাগে
বিশ্বাস করো আমরা কোন দেবালয় ছাড় দেব না
জালিয়ে পুড়িয়ে নিঃশেষ করার আগে থামবো না এতটুকু
নিশ্চয়তা দেওয়াই যায়।