কবিতাঃ তোমার নিঃশ্বাসের ঘ্রাণ।
লেখকঃ এস,এইস,মানিক।
তোমার নিঃশ্বাসের ঘ্রাণ,
যেন কুয়াশা ঢাকা এক শীতের ভোর,
নির্জন জোছনার হিমেল রাতের মতো নরম,
এটা কি প্রেম? নাকি সময়ের গহীন স্মৃতি?
তোমার মুখের পাশে বুনো ফুলের সৌরভ,
মাখামাখি হয়ে যায় বাতাসে।
আমি খুঁজে ফিরি সেই গভীর স্পর্শের ছাপ,
যে ছোঁয়ায় দিনগুলো হয়ে যায় সোনালি।
তোমার পাশে বসে,
সময় থেমে থাকে, এক অপার নির্ভীকতায়।
শুধু শুনি হৃদয়ের বুকে ঢেউয়ের শব্দ,
তোমার নিঃশ্বাসের ছন্দে।
জানালার বাইরে বৃষ্টি ভিজে,
আমি ভিজে যাই নিঃশব্দ চাহনির প্রেমে।
তোমার কণ্ঠ, তোমার আওয়াজ,
প্রতিটি মুহূর্ত বুনে যায় একেকটি কবিতা।
তোমার নিঃশ্বাসের ঘ্রাণ নিয়ে বেঁচে আছি,
পাহাড়ি বাতাসের মতো মুক্ত।
আমার পৃথিবী তবুও বৃত্তে ঘুরে,
তোমার কাছের সেই বিশুদ্ধ ঘ্রাণের আশায়।