ত্রিনয়নী মা জাগে জগতে, চির-শক্তির রূপ,
তাঁর চরণে শরণ নিলে, কেটে যায় সব কূপ।

এক নয়ন শান্তির আলো, দয়ার স্নেহধারা,
আরেক নয়ন জ্ঞান দানের, অমৃতেরই সাড়া।
তৃতীয় নয়ন রুদ্র রাগে, জ্বলে প্রলয় জ্বালা,
অসুর বিনাশে জাগে মায়ের ভয়ংকর সে জ্বালা।

মায়ার খেলা, জগত মিথ্যা, সবই তাঁর লীলা,
ত্রিনয়নী মা রক্ষা করেন, শক্তি দিয়ে ঢিলা।
কখনো গৌরী, কখনো কালী, কখনো মা দূর্গা,
ত্রিনয়নী যখন জাগে, পায় শত্রু দুর্গতি সর্বদা।

যে দেখে শুধু বাহির দৃষ্টি, সে যে অন্ধজীব,
মায়ের দর্শন যার হয়েছে, সে যে সত্য শিব।
আত্মার মাঝে তিন নয়ন, তিন শক্তির ধারা,
ধ্বংস-সৃষ্টি-সংহার নিত্য, মায়ের এক সাড়া।

তাই ওরে মন, জাগ রে এবার, চিনে নে তোর মা,
ত্রিনয়নী যিনি চির-জাগ্রত, তিনিই পরম ধ্রুবতারা!