~~~কবিতাঃ সুহাসিনী~~~

"""""""""""""""""""""""""""""""""""""""""""
যদি তুমি কবু হারাতে চাও,যদি তুমি কবুও হারাতে চাও ওই সাগড়ের নীলিমায়,
ওগো' তবে মোরে সঙ্গে নিয়ো প্রিয়ো তোমারি উপমায়।
শরতোঁ আকাশে হিমেল হাওয়াতে 'তুমি' বিলাশী নন্দিনী
মোর হ্রিদয় বীনায় তোমাকে, রেখেছি যতনে,,
ওগো সুহাসিনী।
যদি তুমি কবু চাও,যদি তুমি কবুও চাও,
তবে এক আকাশ সমান প্রেম তোমায় দেবো,
তথাপি দেবো হাজার তারার জোছনা,,,,
সপ্ত সাগড়___আর তেরো নদী সেচে মুক্ত,, আর হীরে কুড়িয়ে এনে দিবো,
কারন--কারন,'তুমি যে, আমারি মায়াবী মোহনা।
ওহে রাজশ্রী সুহাসিনী, তোমার স্নিগ্ধতা আর বকুলের ঘ্রাণ আজো আমায় কাটগোলাপের মতো ক্ষনে ক্ষনে কাছে টানে,
আর মোর হ্রিদয় বীণায় এক অভূতপূর্ব অপ্রত্যাশিত সুর বাজিয়ে বেড়ায়।
ওগো প্রেয়সী,ওগো বিলাশী তোমাছাড়া আর নাহি কিছু চাই,
মোর শমনে শুধু তোমাকে যেনো পাই,ওহে আমার আহ্লাদিনী,
তুমি মোর শিরা,উপশিরা,ধমনী, ওগো তুমি মোর সুহাসিনী।
নীলছে আকাশ নিশী রজনী আর চাঁদ তারা★জোছনার সাথে,
আমি সেই ক্ষনে প্রিয়ো তোমায় নিয়ে হাজার রচনা তথা হাজারো কাব্য লিখবো রেখে হাত ওই হাতে।
আজ তুমি মোর আশা তুমি মোর ভাষা,তুমি আমারি মায়াবী মোহিনী,
তুমি প্রেম,তুমি অনিন্দ অপ্সরী তুমি সুরের রাগীনী
ওগো তুমি আমার সুহাসিনী।
"""""""""'''''''''''''''"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
~~~সমাপ্ত~~~
★★★★★★★★★★