কবিতাঃ স্রোতের বিপরীতে।
লেখকঃ এস,এইস,মানিক।

স্রোতের বিপরীতে যারা যায়,
তারা দেখে আকাশের গায়।
বাঁধন ছেঁড়া স্বপ্ন ঘেরা,
নদীর মতো উদার স্নেহ।

তারা শোনে গোপন সুর,
ঝড়ের মাঝে জীবন গুর।
প্রতিটি ঢেউয়ের শীষে লুকায়,
বিপ্লবী গানের কলি ভাসায়।

স্রোতের ডাকে অনেক ভয়,
তবু বুক চিরে ছুটে যায়।
তারা জানে, ঝড়ের পথে,
আলো জ্বলে আঁধার রথে।

সবাই যখন পিছু হাঁটে,
তারা হাঁটে সামনে পথে।
ঝরাপাতার করুণ ছায়ায়,
তারা দেখে নতুনের জ্যোতিষ্ক খায়।

স্রোতের বিপরীতে জাগে আশা,
তারা গড়ায় জীবনের ভাষা।
তোমার আমি, আমার তুমি,
তাদের মতো হতে চাই জানি।

যতই আসুক বাধার ঢেউ,
তারা ধরে জীবনের খেউ।
পথিক হয়ে ছুটে চলে,
স্বপ্নের সুরে হৃদয় জ্বলে।

তাইতো বলি, স্রোতের টানে নয়,
বিপরীতেই বাঁধো তোমার জয়।
কারণ স্রোতের শেষে যারা থামে,
তারা নয় নায়ক, শুধুই নাম।

তোমার বুকেও সাহস দাও,
বিপরীত স্রোতে ভেসে যাও।
নতুন পথের দিশারি হয়ে,
তুমিও একদিন উজ্জ্বল জ্বালো।