ভেঙে দাও এই শৃঙ্খল, এই দাসত্বের নোংরা ফাঁদ,
কোথাও শান্তি নেই আর, সবখানে লুকানো বঞ্চনার বাঁধ।
আমার হৃদয় ঝলসে ওঠে, পাথর চুরমার করা জোশে,
এই জগৎ পাল্টাবো আজ, অন্ধকার রয়ে লাভ কি কষে?

শাসকের মুখে দাসত্বের গীত, ভোগের বিষাক্ত কণা,
বুক পুড়ছে তবু চুপ কেন, জাগো শিকড়, উল্টাও তা জমা।
হয় আজ গড়ি নতুন শপথ, নয় নিশ্চিহ্ন কাল,
এই বুকই হবে জ্বলন্ত পৃষ্ঠ, আঁকবো স্বাধীনতার কাল।

দেখা মেলে যত মিথ্যা পূজার, সব মূর্তি আজকে ভেঙে দাও,
তেজ দিয়ে গড়বো নতুন পৃথিবী, ক্লান্তি মুছে পথ সাজাও।
অভিশপ্ত সে রাজ্য ভাঙবে আজ, যেথায় সত্য নির্বাসিত,
বিপ্লবের আলোক শিখায় জাগো, এই প্রাণেই অগ্নি নিহিত।

আমার প্রতিটি কথায় অনল, প্রতিটি হাঁকায় কাঁপে দিক,
একটুখানি স্ফুলিঙ্গ যদি চাও, তবেই করবে নবজীবনের ঠিক।
তোমার পায়ে বেঁধা শিকল, ভাঙবে শুধু জেদ আর রক্তে,
হ্যাঁ, স্বাধীনতার পণ করো, জাতি জেগে উঠুক অজ্ঞান শীতে।

আজ যারা জুলুম করে, করবে দেখ শূন্য ক্রমে পতন,
কাঙ্ক্ষিত আলো আনবো হাতে, বলবো বিজয়ের আহ্বান।
জাগো, ওরে নির্যাতিত জনতা, বিদ্রোহের মন্ত্রে পড়ো শপথ,
শৃঙ্খল ভাঙার ডাক যে গায়, সেই তো গড়বে মুক্তির পথ।