কবিতাঃ শীতের পিঠা।
লেখকঃ এস,এইস,মানিক।

শীতের সকালে ভোরের আলো,
গাঁয়ের বুকে রোদ্দুর ছালো।
মাটির টানে হৃদয় বাঁধে,
পিঠার ঘ্রাণে জীবন কাঁদে।

পুড়ো পিঠার গন্ধে মাতাল,
পথের ধারে সজল বাতাস।
খেজুরের রসের মিঠা সুবাস,
মন ছুঁয়ে যায়, জাগে বিশ্বাস।

মা-বউ ঠাকুরুন একসাথে বসে,
গরম তাওয়ায় পিঠা তোলে শেষে।
চিতই, ভাঁপা, পাটিসাপটা,
মুড়ির মোয়া, নলেন গুঁড় মিষ্টি তটে।

চলছে হাঁড়ি আর কাঠের চুলা,
ধোঁয়ার আড়ালে পিঠার মেলা।
বাড়ির আঙিনায় শিশুদের হট্টগোল,
শীতে ঘেরা গ্রাম, যেন স্বপ্নের গোল।

ভোরের খেজুরের রসে মন মাতে,
কাঁচা রসের বাটি হাতে হাতে।
তপ্ত পিঠা, মধুর হাসি,
গ্রামের জীবন সুখের ভাসি।

পিঠার সাথে গাঁয়ের টান,
মাটির ঘ্রাণে জীবন গড়া।
এই শীতের পিঠার উৎসবে,
মন তো হারায় মাটির দেশে।

তোমার আমার শীতের সুখ,
পিঠার মেলা গাঁয়ের মুখ।
প্রাণের বাঁধন, ভালোবাসা,
শীতের পিঠা স্মৃতির বাসা।