কবিতাঃ শ্বেত, সুভ্রূ, আকাশী, নীল।
লেখকঃ এস,এইস,মানিক।

শ্বেত শুভ্র প্রভাতে যে আলোর গান,
জীবনের বীণা বাজায় অবিরাম।
সুরের ছন্দে বয়ে যায় সময়,
দূরে থাকে ক্লান্তি, দূরে থাকে অন্ধকারের ক্ষয়।

সুভ্রূ সজাগ, যেন নক্ষত্রের দৃষ্টি,
সারারাত জাগে আর বুনে যায় সৃষ্টি।
জীবনের গল্পে আঁকে স্বপ্নের রেখা,
আলোর ছটায় ভুলে যায় জগতের একা।

আকাশী রঙে ভরে যায় মন,
মেঘের ক্যানভাসে খেলে রঙিন রোদন।
স্বপ্নের ডানায় ভাসে উদার প্রকৃতি,
জীবনের মঞ্চে বাজে প্রেমের প্রতীতি।

নীল সাগরের মতো গভীর এক চাহনি,
আঁধারে মিশে যায়, তবু দেয় আলোকবানী।
জীবনের উচ্ছ্বাস, দুঃখেরও গান,
নীল যেন হৃদয়ের একান্তই জান।

শ্বেত, সুভ্রূ, আকাশী, নীল,
প্রকৃতি যে রঙে আঁকে জীবনের ঢিল।
মনের আঙিনায় বাজে আলোর রাগ,
এ চার রঙেই আছে জীবনের অনুরাগ।