জ্বলো, ছড়াও শিখা, পুড়ুক অন্যায়ের মঞ্চ,
স্বাধীনতা এ মাটির অধিকার, কাঁপুক শাসকের রণরঞ্জ।
জমাট বেঁধে থাকা সেতুতে আজ তীব্র বুলেটের থাবা,
জেগে ওঠো, বিদ্রোহী প্রহর, ভাঙো শিকল—আনো বিজয় আশা।
কালো মেঘ করে এসেছে যাদের অত্যাচারের ছায়া,
আমরা সেই মেঘ বিদীর্ণ করি বজ্র দিয়ে ঠিক সময়।
প্রতিটি পায়ে আগুন ধরুক, মুষ্টিবদ্ধ হাত হোক অস্ত্র,
চাই না তোমাদের করুণা, জ্বলে ওঠুক আগুন সর্বত্র।
এই দাবানল নিভবে না যতক্ষণ নিঃশেষ হবে না পাপ,
সেথায় রবে শুধু মুক্তির জয়গান, অন্যায় হবে স্তব্ধ ত্রাস।
মা যে আমার রক্তলিপ্ত ধূলিতে, এ লজ্জা সহ্য করব কই?
প্রাণের চেয়ে প্রিয় সে মাটি, বিজয় এনে তবেই থামি।
মেহনতির ঘামে খুঁজে নেও মুক্তির গর্বিত ভূমি,
তাদের রক্তের মূল্যে নির্মিত হোক স্বাধীনতার জ্যোতি।
তোমাদের সিংহাসন জ্বলবে আজ, দাবানলে পুড়বে চূর্ণ,
আমাদের ধ্বংসের বার্তায় শুরু হবে নতুন স্বপ্ন।
স্বাধীনতার দাবানল ছড়াও আজ, না থাকুক কোন প্রাচীর,
পৃথিবীর বুকে হোক সে মশাল, আলো দিক প্রতিটি ঘর আর।
তোমরা যারা থামিয়ে রাখতে চাও, তোমরা শুনবে শেষের শঙ্খ,
স্বাধীনতার দাবানল ঝড়াবে আকাশ, হবে নতুন দিনের সম্ভাবনা।