রঙিন মেঘ, রঙিন মেঘ,
আকাশ জুড়ে তোরা দেখ!
নীল-সাদা, লাল-গোলাপি,
হাসছে যেন মিঠে টাকি।

বাতাস এলে নাচে সবাই,
টুপটাপ ঝরে জলের ধাই।
রোদ পেলে কয়, "ধরতে পারো?"
ইচ্ছেমতো পালিয়ে যাও!

পাহাড় পেরিয়ে নদী পাশে,
আলতো ছুঁয়ে যায় যে কাশে।
বৃষ্টি হলে নামে ধীরে,
ছাতা খুলে দে-তো ছুঁড়ে!

আকাশ জুড়ে নীলছে রং
মেঘেরা আজ সেজেছে সং
রঙিন মেঘ, রঙিন মেঘ,
স্বপ্ন গাঁথে জাদুর রেখ!