কবিতাঃ রক্ত কণিকা।
লেখকঃ এস,এইস,মানিক।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
রক্তকণিকা, তুমি জীবনের বর্ণময় চলন,
শিরার প্রতিটি স্রোতে তুমিই অন্তর্গত গান,
নীরব হৃদপিণ্ডের প্রতিধ্বনি, এক চুপচাপ বিস্ফোরণ,
তোমার লাল রঙে ঢেউ তোলে জীবনখানি দান।

তোমার প্রবাহে মাতোয়ারা এই দেহ, এই মন,
তুমি গোপন ধ্রুপদী সুরের অনন্ত স্পন্দন,
অণু থেকে পরমাণুতে বাঁধা প্রতিটি সম্পর্ক,
তুমিই জন্ম দাও জীবনের এক নতুন অরূপ পথ।

জীবনের যত পিপাসা, ক্লান্তির যত ছোঁয়া,
তুমিই সারিয়ে দাও নীরবে, দাও নতুন আলোয় চেনা,
মৃত্যুর শীতল ছায়া যখন আসে ছুঁইয়ে প্রান্তর,
তুমিই তো তখন ভেতরে ভেতরে ছুটে যাও আবার।

ওহে রক্তকণিকা, তুমি নীরব সুরের বীর,
তোমার প্রতিটি চলনেই জাগে হৃদয় অস্থির,
তুমি জীবন দাও, বহমান তুমিই সুখের চিত্রকলা,
তোমার লালিমায় ভাসে পৃথিবীর প্রতিটি আলো।