রাত পেরিয়ে ভোর এল ধীরে,
অন্ধকারে ঘুম ভাঙল আলোর শীরে।
সারা রাত ছিল আঁধারের বাঁধন,
এখন তা ভাঙছে আলোয় রাঙন।

নক্ষত্ররা কাঁপল শেষবার বুকে,
রাতের নিঃশ্বাস মিলল দিগন্তে সুখে।
শিশিরের ফোঁটায় স্বপ্নেরা ভাসে,
নতুন দিনের আশায়, নতুন উচ্ছ্বাসে।

দূর দিগন্তে মেঘেরা সরে,
সূর্য উঠেছে রঙধনু ভরে।
সন্ধ্যার ক্লান্তি ভুলে প্রাণ জাগে,
ভোরের স্পর্শে, স্বপ্নের আগে।

চুপচাপ শহর, উঠছে নবজীবন,
রোদের মাখামাখি, রঙিন বিকিরণ।
গৃহস্থ উঠানে শিশুরা হাসে,
ভোরের গল্পে হৃদয় ভাসে।

রাত পেরিয়ে এল যে সকাল,
তাতে লেখা আছে নতুন চিঠির কাল।
স্বপ্নরা জাগে, আশা যে ফিরে,
নতুন পথচলায়, নতুন প্রহরে।