ওহে রাই বিনোদিনী তুমি ছিলে তুমিই আছো,আর তুমি থাকবে
মোর ভাঙা হ্রিদয়েরি সিমানায়,
আমি আঁকড়ে ধরতে পারিনাই,তবঃ কষ্ট পাইনি বিন্দুমাত্র।
হারিয়েছি তোমায় বটে,তবে যত্নে রয়েছো আজো মোর ভাবনা নতোবা কল্পনায়।
তুমি দূরে ঠেলে দিয়েছো বারংবার,
আর আমি কাছে টেনে নিতে চেয়েছি শতবার ,
স্মৃতির পাতায় না বলা হয়েই থাকুক নাহয় আজ, কিছু গল্প আর কাহিনী।
হ্যা এটা সত্যি বটে যে,,,,
তুমি ছেড়ে গিয়েছো,
তাই বলে আমিতো আর ছেড়ে যাইনি।
যদি হ্রিদয়বীনায় যতন করে পারতে আমায় রাখিতে,, তবে ছায়া হয়ে রয়ে যেতাম তোমারই কাজল আঁখিতে।
তোমাতেই শুরু আর তোমাতেই শেষ তথা তোমাতেই বন্ধী ছিলো মোর প্রান,আমি সারাকাল সারানিশী ধরে শুধু বোকার মতো ভালোইবেসে গেলাম আর তুমি একতুড়িতে করলে সবকিছুর অবসান।
অতঃপর জানো প্রিয়ো,,,,!!
তুমি আজো আমার ভালোবাসার গল্পে মায়াবতী হয়েই রয়ে গেলে চীরকাল তাই থাকবে। কিন্তু কষ্টের বিষয়তো এটাই যে আমি কখনোই তোমার মায়াকুমার হতে পারিনাই।একাকিত্বকে আপন করে আজো চীরকুমার হয়েই রয়েগেলাম।
কথাতো ছিলো এরূপ প্রিয় বাঁচবেনা মোরে ছাড়া,
আর আজকে তুমি ঠিকি বেঁচে আছো শুধু আমিই পথহারা।
নিত্যসুখে রয়েছো আজি হয়তো নতুন কোন ঠিখানায়,
আমিও আজ বড্ড ব্যস্থ প্রিয়ো জানো কিশে, জীবন্ত এক লাশ হয়ে মৃত্যুুর প্রহড় গোনায়।
আশীর্বাদ করি সুখে থেকো সারানিশী সারাকাল,আমি না হয় কাটিয়ে দিবো এভাবেই একাল আর সেকাল।
কাওকে ভালোবাসতে হলে তথাপি কোন কিছু প্রাপ্ত করতে হলে অন্তরের শুদ্ধতা,তথা পবিত্রতা আবশ্যক।
[বাণী সয়ং মহাকাল মহাদেব।]শুদ্ধ চেতনা আর আত্মা দুটোই থাকা আবশ্যক।