☞কবিতাঃ পদবী।
         ☞লেখকঃ এস,এইস,মানিক।
___________________________________
মানুষ হয়ে জন্মিছো তবঃ অন্যজনার কোলে
মৃত্যু কালে সেই অন্যজনাই তোমায় কাঁধে নিবে তুলে
কিশের ধর্ম কিশের বর্ণ,আর কিশের নবাবী,
যাহাতে নেই মনুষ্যত্ব তাহার কিশের পদবী।

বিবেক বুদ্ধি ডুবাইয়াছো লাইগাইয়াছো রেষ
সাম্প্রদায়িকতা হারিয়ে তুমি করিয়াছো সব শেষ
বৈভব অর্থে কুন্ডল ভরেছো তথা হওনাই অভাবী,,
দুঃখ বৈষম্য বোঝনাই তুমি তবে কিশের পদবী।।

অট্টালিকায় কাটিয়েছো জীবন,পাওনাই দূঃখের দেখা
দহন করিবে অগ্নি তোমায় দেহকে বধিবে পুকা,,
ওহে তাকিয়ে দেখো সমান আলোঁই করছে প্রকাশ পুব আকাশে রবি,,,,,,
তুমি ধর্ম বর্ণের বিচারি করে গেলে তুমিতো মানুষ নহে,তবে কিশের পদবী।

                       💖সমাপ্ত💖 ___________________________________