চড়ুই ডাকে চিড়িক চিড়িক,
ডালে বসে টুনটুনি চটপট ঝটপট!
দোয়েল গায় মিষ্টি সুরে,
ভোরের বেলা জেগে উঠে দূরে।
ময়না বলে, "শিখবো কথা,"
টিয়া হাসে, "দেখো নাচা!"
কাকের ডাক কা-কা-কা,
শালিক বলে, "চলো একসাথে যা!"
নদীর পাশে বকের দল,
ধরছে মাছ গুটি গুটোল!
বউ কথা কয় নিচু স্বরে,
বাতাস হাসে গানের নীড়ে।
পাখির গান, পাখির ছন্দ,
মন ভরে যায় রঙিন আনন্দ!