কবিতাঃ অভাগীর অভাব।
লেখকঃ এস,এইস,মানিক।
________________________________________________

অভাগীর চাহিদা বেশি, প্রত্যাশার কাছে চেয়েও বেশি,
দিনের মাঝে মৃত্যুর ছায়া অস্তিত্বের বিশ্বাস চুরাশি।

পাথরে কাঁচের অভাব মনের ভালোবাসা হেঁচছে,
ক্ষণিক সুখে মৃত্যুর স্পর্শ মনের দুঃখ ফেলে দাঁড়াছে।

ভালোবাসার আঁচলে পৃথিবীর শক্তি মেলে,
কিন্তু অভাগীর হাতে মহাজনদের পরাজয়ের মেলা।

অভাগী যত্নে ছুটে যায় সুখের সাথে,
বৃথা হয় অপেক্ষায় যেন এই জীবনের পথে।

প্রত্যাশার আলোর মাঝে অভাগীর মন অন্ধকারে ভাসা,
স্বপ্নের ছায়া মৃত্যুর হাতে ভিজে গিয়ে ছোঁয়ার আগুনে সাঁতরে যায় ভাসা।

অভাগীর অভাব সবুজ পাতায় বসে অতলে অকারণে,
অপেক্ষায় ছুটে যায় এই জীবনের সব ভ্রম একাকার বিকেলে ভাসা।

মনের ভালোবাসা আঁচলে সৃষ্টির অসীম প্রকৃতি ধরা,
অভাগীর অভাবে দুঃখে ভাসা, কেমন করে কাঁদা, মন চুরাশি যত্নে ছুটে যায় প্রত্যাশার অসীম আলোয় ভাসা।