অঙ্গার ছুঁড়ে বিদ্রোহী আমি, শপথ আজ রক্তে বাঁধি,
শৃঙ্খল ভেঙে আগুন জ্বালি, মৃত্যুঞ্জয়ী বীরের কাব্য গাই।
এই মাটি আমার, এই জল আমার,
তোমার থাবা মুছে দিব চিরদিনের মত যন্ত্রনায়।
পাহাড় বেয়ে গর্জে উঠুক স্বাধীনতার নব ঝড়,
রক্তিম প্রভাত আনবে যারা, তারাই তো আসল অঙ্কুর।
ফসলের মাঠে, ঘামের গন্ধে,
জাগবে স্বপ্ন, ঘুচবে কালো অভিশপ্ত বন্ধে।
তোমরা যারা সিংহাসনে বসে বিষাক্ত কথা বোঝালে,
বিদ্রোহী মন তা জ্বালিয়ে দিয়ে বিজয়ের শিখা জ্বালে।
অঙ্গার হাতে, চোখে যে তেজ—
ভিত ধসে পড়বে, করে দেবে সাম্রাজ্যের ক্ষয়।
এবার তবে গাইবে জনতা, সংগ্রামের অমর গান,
এই আগুনের সুরে আঁকবো আমরা মুক্তির মহাকাল।
পিছু হটবো না, থামবো না আর,
মাটি বলে দেয়—"তোমার সেবায় সব দুঃখ সাড়।"
তোমার অস্ত্র শাণাও যত, আমার ইচ্ছা পাহাড়ের মতো,
বিদ্যুৎ সাঁঝে একঝাঁক মেঘে, স্বপন মোর আগুন ছড়ালো।
অঙ্গার ছুঁড়ে বিদ্রোহী আমি,
শেষ প্রহরে গাইবো মুক্তি-মন্ত্র গগনে ধ্বনি।