অগ্নি দিয়ে লেখা ইতিহাস, মুছবে কে তার নাম,
রক্তে ভেজা মুক্তির শপথ, বিদ্রোহে পূর্ণ চিত্তধাম।
প্রত্যেক পাতা ঝলসে উঠুক, খুনের রাজনীতির দলিলে,
এই হাতই জ্বালাবে মশাল, নতুন আকাশের জ্বলজ্বলে।
তোমরা যারা বেদনার ভাগাড় সাজাও লোভের তরে,
সেই ইতিহাস ধ্বংস করবো, জাগবো শপথ করি দাঁড়িয়ে।
তোমাদের খল গ্রন্থের পাতা ছিঁড়ে,
লিখবো নতুন শব্দ-সুর, রক্তজলে ধোয়া প্রতীকে।
অঙ্গার বুনে রেখেছি পথে, শিকল হবে তোমার ফাঁদ,
তোমার রাজ্যের শেষ খুঁটি, জ্বলুক ধোঁয়ায় নিঃশব্দবাদ।
অগ্নি দিয়ে আমি ইতিহাস লিখি, প্রতিজ্ঞা এই, অটুট রবে,
মানুষ হবো, পরাধীন নয়, মাটির সন্তান কাঁদতে হবে।
আজ যারা শাসক, কাল তারা ধূলা, এ বিধান চিরন্তন,
মানবতার নায়ক হবো সবাই, অন্যায় শেষে জীবন শরণ।
আগুন দাও, আগুন জ্বালো, ইতিহাসের বইতে দাগ,
অগ্নি দিয়ে লেখা মুক্তি-নামা, তারাই গাইবে শেষ ভাগ।