কবিতাঃঅবশিষ্ট অশান্তি।
               কবিঃএস,এইস,মানিক।
-------------------------------------------------------------
শতোযোজন পথ পাড়ি দিয়ে সুজলা, সুফলা,
আর শস্যের মাঠ অতিবাহিত করে আজো চলেছি আপন মনে,
বহু অপেক্ষার পর সেই শান্তি নীরে।।
কিন্তু কোথাও নেই, কোথাও নেই আজ এতটুকুও শান্তি,
জীবনকে দগ্ধ করে যাচ্ছে কেবলি কিছু অবশিষ্ট অশান্তি ৷

শরীরে তপ্ত রবীর প্রখর উত্তাপ তথা তৃষ্ণার্ত আমি,
চলেছি আপন পথে ক্ষুদ্র ক্ষুদ্র পায়ে এগিয়ে।।
কোথাও এতটুকুও ছায়াও নেই।
পবনো যেনো মুখ লুকিয়েছে আজ দিগন্তের শেষে তবঃ হেটেই যাচ্ছি,হেটেই যাচ্ছি,
কিন্তু কোথাও নেই,কোথাও নেই আজ দৃষ্টিগোচর হচ্ছেনা সেই শান্তি।।
রয়েগেলো বেলাশেষে কেবলি অবশিষ্ট কিছু অশান্তি।
-------------------------------------------------------------