বেজে উঠেছে প্রাণের সুর,
রক্তে রাঙা বাংলার মাটি,
নব যুগের করেছে সুরু।

চেতনার এই বিজয় তলে,
অশ্রুর বাঁধ খুলে যায়।
মুক্ত আকাশ, স্বাধীন ধারা,
চির ভাস্বর প্রাণের দায়।

শত জনমের হাহাকার ভেঙে,
বসন্ত এসেছে দুয়ারে।
যুদ্ধজয়ের শপথ যেন,
তাজা ফুলের মালা ছেড়ে।

তুমি শুনেছো হূদয়ের গান,
দুঃখের শেষে সুখের দিন।
তোমার ত্যাগে লেখা হয়েছে,
একটি ইতিহাস, চির অমলিন।

গ্রাম শহরে উঠেছে গুঞ্জন,
আনন্দ মেশে সকল প্রাণ।
বিজয় মানে মুক্তির জ্যোতি,
পথ দেখাবে নির্ভীক কন।

স্বাধীন মাটি, স্বাধীন জল,
নতুন দিনের বার্তা বয়।
তোমার দানে আজ এই জাতি,
শত বাধা জয় করে রয়।

তোমার নামে অর্ঘ্য রাখি,
বিজয়ের গান গেয়ে যাই।
বাংলার বুকে আলো জ্বালিয়ে,
তোমায় সবার মাঝে চাই।

অবশেষে বীজয়ের শঙ্খধ্বনি,
বাংলা যেন হয়েছে চির আপন।
স্বপ্ন-সাধ পূর্ণ করেছে,
তোমার দেয়া ত্যাগের ধন।