নদী বলে, "চলো ভাই,
দূর সাগরে যাবো তাই!"
কলকলিয়ে গান গেয়ে,
স্রোত ছুটে যায় ধেয়ে ধেয়ে।

ডাঙার পাশে কূলের বাঁকে,
জলতরঙ্গ বাজে মিঠে সুরে।
কচি ঢেউয়ে হাসে আলো,
রোদ-মেঘের খেলা ভালো।

নৌকা বয়ে চলুক বহুদূর,
জেলের জালে উঠুক সুর।
মাছেরা নাচে রঙিন ঢেউয়ে,
সোনার রোদ্দুর জলে বয়ে।

নদীর পাশে বাঁশি বাজে,
বাতাস আসে মৃদু সাঝে।
নদীর সুরে মন যে নাচে,
স্বপ্ন ভাসে স্রোতের মাঝে!