কবিতাঃ মেঘের কান্না।
লেখকঃএস,এইস,মানিক
"'"'''"'""'"'"''"''"'"'"'"'""'"'""""""""""""""""""'''''''''''"""'''"""'''"""""''""""""""'"''"""""""
মেঘের কান্না ঝরে পড়ে ধীরে,
অশ্রুর বিন্দু মাটিতে মিশে যায় নীরে।
অন্তরে লুকানো কষ্টের সুর,
ধ্বনি তোলে নিস্তব্ধতার মাঝেই দুর।

সাঝের বন্যা আসে নিঃশব্দে,
আকাশ জুড়ে আঁকে এক জলছবি অবশেষে।
সূর্য হারিয়ে যায় দূর অরণ্যে,
রেখে যায় কেবল রক্তিম স্মৃতি প্রান্তরে।

আলোর শেষ ছায়া মেখে,
তুমি দাঁড়িয়ে একা সিক্ত বৃষ্টির রেখায়।
মেঘের কান্নায় ভেসে যায় সব কথা,
নীরবতা আজ ভাষা খুঁজে পায় বন্যার জলধারায়।

প্রকৃতির এ কান্না কি শুধু অশ্রুর ধারাই,
নাকি স্মৃতির বুকে জমে থাকা এক গোপন আহ্বান?
সাঝের বন্যায় ডুবে যায় সে সমস্ত ব্যথা,
নতুন দিনের অপেক্ষায় প্রকৃতি ফিরে পায় তার কথা।

আঁকাশের হৃদয়ে আজও বেজে ওঠে সে সুর,
মেঘের কান্না, সাঝের বন্যায়,
লিখে যায় নিঃশ্বব্দ প্রেমের দুর।