কবিতাঃ মাটির মানুষ
লেখকঃ এস,এইস,মানিক।

মাটির গন্ধে মাখা হাত,
খড়ের ছাউনিতে যে বাঁধে স্বপ্নের ঘাট।
তপ্ত রোদ্দুরে বোনা তার ঘাম,
মাটির মানুষ, তবু নামহীন এক নাম।

বৃথা রূপের মোহ নেই তার চোখে,
ধুলো মাখা পায়ে চলে নির্ভয়ে পথে।
মাটি কাটে, শস্য ফলায়,
জীবন দিয়ে প্রকৃতির ঋণ চুকায়।

বসন্ত এলে তার বুকে হয় গান,
গাছের পাতায় বাজে সুরের তান।
বর্ষার জলে মেখে নেয় শরীর,
মাটির সোঁদা গন্ধে ভরে ওঠে ভুবির।

তাকে চেনা যায় না পোশাক দেখে,
তার মহত্ত্ব ধরা পড়ে পরিশ্রমের রেখে।
দিনমান ঝরে যে শ্রমের ঝরনা,
সে-ই তো জাতির সার্থক কর্ণধার।

তবু সে থাকে পিছিয়ে, আলোছায়ার কিনারে,
কখনো মেলে না জীবনের দরজার হাওয়ায়।
তবু সে হাসে, করে নীরব ত্যাগ,
মাটির মানুষ বাঁচায় বিশ্বে মানবতার ভাগ।

তোমার নামে উঠবে গান,
কবিতার ছন্দে জ্বলবে প্রদীপের প্রাণ।
মাটির মানুষ, তোমারই প্রণাম,
তুমি আছো তাই পৃথিবী বাঁচায় আম।

তোমার গড়ে তোলা সভ্যতার ভিটা,
তোমার হাতে লেখা পৃথিবীর চিঠা।
মাটির মানুষ, তুমি অনন্য,
তোমার স্পর্শেই মানব জীবন ধন্য।