কবিতাঃ মাধুরী বকুলের প্রেম।
লেখকঃ এস,এইস,মানিক
মাঠের পাড়ে, পুকুর ধারে,
পথের ধুলায় রোদ-ছায়া রে,
বকুল গাছের ডালে বসে,
মাধুরী গায় মন ভাসে।
মাধুরী ছোট্ট বেলায়,
বকুল ফোটে সকালে-সাঁঝে,
বকুলের গন্ধে মেতে উঠে,
খেলার সাথী ঘাসের মাঝে।
কতদিন যে বকুল তলায়,
কথা বলতো চুপিচুপি,
কত স্বপ্ন আঁকা ছিলো,
সেই বকুলের পাতায় লিপি।
বকুল ফোটে চৈত্র মাসে,
মাধুরীর মন ফোটে খুশিতে,
বকুল যেন প্রেমের দূত,
মাধুরীর মনে প্রেমের নিশিতে।
মাধুরীর চোখে ছিলো জল,
বকুল ফোঁটা পথের ধারে,
চিঠি আসলো দূর নগরে,
প্রেমের ডাক বকুলের তরে।
বকুল ছুঁয়ে দিলো মন,
মাধুরী কাঁদে আঁচল ভিজে,
বকুল প্রেমে বাঁধা পড়ে,
মাধুরী যাবে না সে বিদেশে।
গাঁয়ের মানুষ শুনে প্রেম,
মাধুরীর হাসি বকুল ছায়ায়,
বকুল গাছটা সাক্ষী হলো,
প্রেমের জয়গান মাটির মায়ায়।
বকুল ফোটে আর মাধুরী হাসে,
দুজনার প্রেমে বাঁধা জীবন,
মাধুরী এখন বকুলের ছায়ায়,
সাজায় স্বপ্ন—এটাই প্রমাণ।