কবিতাঃকপোতাক্ষ নদ ।।
লেখকঃ এস,এইস,মানিক।

গিয়েছিলাম তোমারই নীরে,
পেয়েছি তোমারি তরে,
কতো শতো হাজার ছবিতা,
আরো পেয়েছি বাংলা ভাষায়
নানান রকম কবিতা।

তোমার নদের তীরে বসে,
জল ছুঁয়ে মনটা যেনো বশে।
শান্ত ঢেউয়ের মৃদু স্পর্শ,
তোমারই গান, সৃষ্টির বর্ষ।

গিয়েছিলাম তোমার নদের তীরে
বসেছিলাম বৃক্ষনীরে,
যেথায় বসে গাইতে তুমি,
নানান ছন্দের সেই গান,
রেখে গিয়েছো কত কিছু,
হে সৃষ্টির চীর মহীয়ান।

আকাশে তোমার জোৎস্না ঢালে,
ধীর স্রোতে নদী চলে কালে কালে।
তোমার স্নিগ্ধ আলিঙ্গনে,
মন হারায় মায়ার বাণে।

পাখিদের কাকলি ভরে,
তোমার বুকে সুরের ঢেউ,
বয়ে যায় কপোতাক্ষ,
স্মৃতির গভীরে যে বাঁধা রয়।

তুমি বাংলার আদি নদী,
গৌরবে ভরা ঐতিহ্যধারী।
তোমার স্রোতে হারায় মন,
চিরযুগের ছন্দিত ধ্বন।

তোমায় ঘিরে কবির গান,
সৃষ্টির বুকে নতুন প্রাণ,
তুমি মোদের প্রেরণা,
চিরকালীন ঐশ্বর্যর বাণ।

সেই স্মৃতি আঁকড়ে বাঁচি,
তোমারই তরে সকল মাটি,
কপোতাক্ষ নদীর পাশে,
প্রেমে ভেজা বাংলার কাশে।