খেলাঘরে ফুটছে হাসি,
রঙিন স্বপ্ন মিলে রাশি;
নতুন খেলা, চঞ্চল মন,
উজ্জ্বল দৌড়ায় শিশুকণ।
লাফে, দৌড়ে, গানে ভরে দিন,
বন্ধুত্বে বাঁধা সুখের রঙিন বিন;
সবুজ মাঠে মেলে খেলাধুলা,
হৃদয়ের কোণে বাজে মধুর কুলা।
বাতাসে ভেসে আসে সুরের ঝংকার,
পাখিদের ডাকে মিললো সবার সাথি-হার;
আনন্দের ঢেউয়ে ভাসে মন,
খেলাঘরে বাঁধা স্বপ্নের রূপধন।
সকালে থেকে সন্ধ্যা হাসে,
শিশু চোখে স্বপ্নের আলো ভাসে;
খেলাঘরে মিলুক সবার গান,
সুখে ভরে উঠুক দিন ও প্রাণ!