এসেছি আজি তোমারি নীরে রয়েছি দুয়ারে দাড়িয়ে
আমি দিন ভিখারী নাহি কড়ি প্রভু---- দাও দুটো হাত বাড়িয়ে
আমি সময় হারিয়ে পথভ্রষ্ট আজি কাঙাল হয়ে এসেছি,
নাহি মোর কোন ভিটা বাড়ি তোমাতেই প্রাণ শপেছি।
ললাটে প্রভু লিখেছো পীরা তবঃ বসিয়া নিরোজনে
আমি সয়েছি -----সয়েছি পীরা রেখেছি যতনে রেখেছি মোরো মনে
শতো পীরা নিরালায় সহ্য করেছি পারি নাই তবঃ কাদিতে,
তোমারি চরণে ঠুকেছি মাথা তবঃ পারিনাই চরণ বাধিতে।
বিষন্নতায় কাতর হয়েছি আর সমস্থ অশ্রুধারা শুকিয়ে গিয়েছে
ঠুটের কোনে এক ফালি মধূময় হাসিও আজ আর ফোটেনা
তুমি পাষানের মতো নিরজনে বসে খেলিতেছো আমায় নিয়ে
আমি কাঙাল তোমায় পাবার আশে বসে আছি একটি কড়িও নেই তবঃ তোমার দেখা মেলে না।
তুমি হ্রিদয়হীন এক পাষান প্রভু নাহি কোন বাধঁ
তুমি কি শুনতে পাওনা মোর ডাক,,, শুনতে পাওনা এই কাঙালের আর্তনাদ।
------------------------------------------------------------
সমাপ্ত
---------।